মিজান তানজিল, পাবনা: পাবনা শহরের নিউ মার্কেট ভেঙে বহুতল ভবন  তৈরীর পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে পাবনা দোকান পজিশন ও হোল্ডার মালিক সমিতি।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ মার্কেট দোকান মালিকবৃন্দসহ    শহরের বিভিন্ন মার্কেটের দোকান মালিকগন রাস্তায় নেমে বিক্ষোভ প্রকাশ করে। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট প্রধান ফটকে প্রতিবাদ সভা করেন।  সভায় দোকান পজিশন মালিক সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।  বক্তারা বলেন,  বহুতল ভবন গড়ে তুলুন বাঁধা দিবো না ,  তবে আমাদের দোকান আগে বুঝে দিতে হবে।  কোন প্রকার ধানাই পানাই চলবে না।  আমাদের বাপ দাদার রুজি রুটির কর্মস্থান আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান।  কোন অন্যায় মেনে নেবো  না।  আমাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে বাধা দিলে শহরের  হামিদ সড়ক অচল করে দেওয়া হবে।
প্রতিবাদ সভা থেকে আগামী ২দিনের কর্মসূচী দেওয়া হয়েছে।  শনিবার  মার্কেট দোকান গুলোতে এর প্রতিবাদে ক্যাম্পইন ও রবিবার সকল দোকান বন্ধ করে প্রতৃকি অনশন।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!